মৌলভীবাজারে এক চিকিৎসক করোনায় আক্রান্ত

মৌলভীবাজার প্রতিনিধি


মে ০৪, ২০২০
০৮:৪৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৪, ২০২০
০৯:২৮ পূর্বাহ্ন



মৌলভীবাজারে এক চিকিৎসক করোনায় আক্রান্ত

 

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের এক চিকিৎসকের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

জানা গেছে, আক্রান্ত চিকিৎসকের বাসার গৃহপরিচারিকার স্বামীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত ওই ব্যাক্তির বাড়ি জেলার রাজনগরে। বিষয়টি জানার পরই চিকিৎসক নিজের করোনা পরীক্ষার উদ্যোগ নেন। পরে করোনা পরীক্ষায় তার ফলাফল পজেটিভ আসে। 

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফয়ছল জামান জানান, ঐ ডাক্তার হাসপাতাল থেকে নিজ বাসায় আইসোলেশনে চলে যান। এরপর থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শরীর থেকে নমুনা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৩ জন মারা গেছেন। এর মধ্যে রাজনগরে ১ জন, জেলা সদরের ১ জন এবং সর্বশেষ কমলগঞ্জে ১ জন মারা যান। করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭ জন।

এএইচ/বিএ-১৮