খেলা ডেস্ক
মে ০২, ২০২০
০১:০৪ অপরাহ্ন
আপডেট : মে ০২, ২০২০
০১:১১ অপরাহ্ন
বাংলাদেশ সর্বশেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দাপট দেখিয়ে জিতেছিল। কিন্তু আইসিসির বার্ষিক হালনাগাদে টেস্ট র্যাঙ্কিংয়ে ৫ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সাদা বলের ক্রিকেটে অবশ্য রেটিং পয়েন্ট বেড়েছে। ওয়ানডের রেটিং পয়েন্ট বেড়েছে ১, টি-টোয়েন্টিতে ২। টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে ছাড়িয়ে র্যাঙ্কিংয়ে আট নম্বরে বাংলাদেশ।
আইসিসির বার্ষিক হালনাগাদে ২০১৯ সালের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্সের ১০০ ভাগ বিবেচনা করা হয়। আগের দুই বছরের পারফরম্যান্সের ৫০ ভাগ বিবেচনায় এসেছে। টেস্টের বাজে পারফরম্যান্সের কারণে ৫ রেটিং পয়েন্ট হারিয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৫৫। বাংলাদেশের চেয়ে রেটিং পয়েন্টে এগিয়ে মাত্র ৩ টেস্ট খেলা দেশ আফগানিস্তান (৫৭)। র্যাঙ্কিংয়ে বিবেচনায় যথেষ্ট টেস্ট না খেলায় তালিকায় রাখা হয়নি আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে।
ওয়ানডের ধারাবাহিক দল বাংলাদেশের তেমন পরিবর্তন নেই। হালনাগাদের পর ১ রেটিং পয়েন্ট যোগ হয়ে বাংলাদেশ ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের উন্নতির প্রতিফলন ঘটেছে র্যাঙ্কিংয় টেবিলে। টি-টোয়েন্টিতে ২ রেটিং পয়েন্ট যোগ হওয়ায় র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে এসেছে। এ বিভাগে ৭ নম্বর দল শ্রীলঙ্কা থেকে ১ পয়েন্ট পিছিয়ে বাংলাদেশ। ৫ রেটিং পয়েন্ট হারিয়ে ১০ নম্বরে নেমে গেছে আফগানিস্তান। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট সমান (২২৯) হলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে আছে বাংলাদেশ।
এআরআর/৬