কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মে ০২, ২০২০
০৭:৫২ পূর্বাহ্ন
আপডেট : মে ০২, ২০২০
০৭:৫২ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে করোনা আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছেন। তাদের একজন সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার ক্যাশিয়ার, অন্যজন আনসার সদস্য।
আজ শুক্রবার (১ মে) বিকেলে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে সোনালী ব্যাংকের ক্যাশিয়ারের বাড়ি কুমিল্লায় এবং আনসার সদস্যের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। দুজনই কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত দুইজনের বাসা লকডাউন করা হয়েছে। পাশাপাশি সোনালী ব্যাংকের কমলগঞ্জ শাখাও আপাতত বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘কমলগঞ্জ থেকে এ পর্যন্ত যতগুলো নমুনা সংগ্রহ করা হয়েছিল তার সবগুলোর ফলাফল নেগেটিভ ছিল। এই প্রথম দুইজনের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এলো।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশের একটি দল নিয়ে করোনা আক্রান্ত দুইজনের বাসা লকডাউন করেছি আমরা। এলাকাবাসীকেও সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দিয়েছি।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে ২ জন পুলিশ সদস্য ও আনসার রয়েছেন। নতুন শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে কমলগঞ্জ ২ জন, শ্রীমঙ্গল ১ জন, জুড়ী ২ জন বলে জানা গেছে। আইইডিসিআর ও মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে মৌলভীবাজার জেলার ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এসডি-০১/এএফ-১৫