সিলেট মিরর ডেস্ক
মে ০২, ২০২০
০৬:০৪ পূর্বাহ্ন
আপডেট : মে ০২, ২০২০
০৬:০৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারের জুড়ী থেকে করোনাভাইরাসের সংগৃহিত নমুনার ফলাফলে দুই পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার (০১ মে) বিকেল চারটায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সমরজিৎ সিংহ।
তিনি জানান, সিভিল সার্জনের কার্যালয় থেকে তাদেরকে এ তথ্য জানানো হয়েছে। নমুনা সংগ্রহ করাদের মধ্যে কোন দু’জন আক্রান্ত তা দেখে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত ওই দুইজন জুড়ী থানার পুলিশ সদস্য।
জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিম জানান, আক্রান্ত হওয়া দুই পুলিশ সদস্য সম্প্রতি সিলেট রিজার্ভ পুলিশ থেকে জুড়ীতে আসেন। বর্তমানে তারা থানায় পৃথক নিরাপত্তার মধ্যে রয়েছেন। তাদেরকে সিলেটে করোনা চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
বিএ-০৬