মৌলভীবাজার প্রতিনিধি
মে ০২, ২০২০
০৩:৪৪ পূর্বাহ্ন
আপডেট : মে ০২, ২০২০
০৩:৪৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসের কারণে যখন শ্রমিক সংকটে আছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার বোরো চাষীরা, ঠিক তখনই তাদের জন্য দু'টি কম্বাইন্ড হার্ভেস্টার উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (১ মে) সকাল ১১টায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন ঢাকা থেকে মোবাইল ফোনে কথা বলে হার্ভেস্টার ক্রেতাদের হাতে চাবি পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, নারী ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, বিআরডিবি'র চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন, ভিয়েতনামের তৈরি ২০ লাখ ৫০ হাজার টাকা দামের এ কম্বাইন্ড হার্ভেস্টার একজন কৃষক পেয়েছেন ৬ লাখ ১৫ হাজার টাকায়। বাকি ১৪ লাখ ৩৫ হাজার টাকা (৭০%) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকী প্রদান করেছেন। ভর্তুকী মূল্যে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের নিত্যানন্দ দাস ও বাছিরপুর গ্রামের মো. শাহাজাহান হার্ভেস্টারগুলো ক্রয় করেন।
এসএইচ/আরআর