শ্রীমঙ্গলে যুবককে ছুরিকাঘাত, মামলা করায় প্রাণনাশের হুমকি

শ্রীমঙ্গল প্রতিনিধি


মে ০২, ২০২০
০২:৪২ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
০২:৪২ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে যুবককে ছুরিকাঘাত, মামলা করায় প্রাণনাশের হুমকি

আটক দুই আসামি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় আহত যুবকের মা ৩ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অভিযোগ করলে পুলিশ ২ জনকে আটক করেছে। বাদী অভিযোগ করেছেন, এরপর থেকে অভিযুক্তরা তাদের অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, গত ২৪ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের চানমারী গ্রামের মৃত জাফর মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৬৮) ও তার মেয়ে ঝানু বেগমকে পূর্বশত্রুতার জের ধরে মারধর করেন একই গ্রামের বাসিন্দা ছোট ভাই তাহের আলীর পুত্র রুমন মিয়া, ইমন মিয়া ও ভাইয়ের স্ত্রী হালেমা বেগম। এ ঘটনায় বাদী তার বৃদ্ধা মা ফাতেমা বেগমকে নিরাপত্তার জন্য একই গ্রামে তার আরেক ভাই সামসু মিয়ার বাড়িতে রেখে আসেন। পূর্ব লাহারপুর দীঘিরপাড় গ্রামের সফিউল্লাহ'র স্ত্রী ঝানু বেগম পরদিন ২৫ এপ্রিল মায়ের অবস্থা দেখে আসার জন্য তার ছেলে শহিদ উল্লাকে (১৮) ভাই সামসু মিয়ার বাড়িয়ে পাঠান।

অভিযোগে বলা হয়েছে, ওইদিন সকালের দিকে মামার বাড়িতে পৌঁছার পর বিবাদীরা শহিদ উল্লাহকে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করে। স্থানীয়রা আহত শহিদ উল্লাহকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযুক্ত ইমন, রুমন ও হালেমা বেগম সম্পর্কে ভাতিজা ও ভাইয়ের স্ত্রী বলে বাদী অভিযোগপত্রে  উল্লেখ করেছেন। 

এ ঘটনায় গত ২৮ এপ্রিল আহতের মা ঝানু বেগম বাদী হয়ে ভাতিজা রুমন মিয়া, তার ভাই ইমন মিয়া ও তাদের মা হালেমা বেগমকে আসামি করে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন। শ্রীমঙ্গল থানার পুলিশ ওইদিনই ঘটনায় জড়িত দুই সহোদর ইমন মিয়া ও রুমন মিয়াকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। 

এদিকে অভিযুক্তদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে প্রাণনাশের অব্যাহত হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ঝানু বেগম। ঝানু বেগম জানান, সন্ত্রাসীদের হুমকির মুখে তার ছেলে ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর পরই ২ আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর পরও যদি আসামিপক্ষের কেউ হুমকি দেয় বা এ নিয়ে বাদী অভিযোগ করলে পুলিশের পক্ষ থেকে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হবে।

 

জিকে/আরআর