সাংবাদিকদের সুরক্ষায় পুলিশ সুপারের উপহার

শ্রীমঙ্গল প্রতিনিধি


মে ০২, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন



সাংবাদিকদের সুরক্ষায় পুলিশ সুপারের উপহার

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে কার্যত লকডাউন চলছে। দেশে একের পর এক আক্রান্ত হচ্ছেন প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ সদস্যসহ কর্মরত সাংবাদিকরা। ইতোমধ্যে চিকিৎসকের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে পুলিশ ও সাংবাদিকও মারা গেছেন।

এমন পরিস্থিতি বিবেচনা করে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম (বার)। 'পুলিশ সাংবাদিক করোনা যুদ্ধে, সবাই আমরা এক কাতারে'- এই স্লোগানকে সামনে রেখে জেলার শ্রীমঙ্গলে কর্মরত সাংবাদিকদের জন্য সুরক্ষাসামগ্রী 'ফেইস শিল্ড' উপহার হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামানের কাছে পৌঁছে দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর নিকট এই উপহারসামগ্রী হস্তান্তর করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান।

শ্রীমঙ্গলে কর্মরত সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীদের মাঝে এই সুরক্ষাসামগ্রী উপহার তুলে দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান বলেন, দেশের এই ক্রান্তিকালে চিকিৎসক, পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অনেক ঝুঁকি নিয়ে সমাজের অনেক অসঙ্গতি তুলে ধরছেন এবং মানুষকে সচেতন করতে অগ্রণী ভূমিকা রাখছেন। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই সাংবাদিকদের সুরক্ষার কথা চিন্তা করে জেলা পুলিশ সুপার স্যার শ্রীমঙ্গলের কমর্রত সাংবাদিকদের জন্য এই উপহার প্রদান করেন। ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষায় পুলিশ প্রশাসন সবসময় পাশে থাকবে।

 

জিকে/আরআর