বড়লেখা প্রতিনিধি
মে ০১, ২০২০
০৮:০৮ পূর্বাহ্ন
আপডেট : মে ০১, ২০২০
০৮:০৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় ৩৪টি কওমী মাদরাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ৩ লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান মাদরাসাগুলোতে উপস্থিত হয়ে চেকগুলো হস্তান্তর করেন।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির সহকারী কবিরুজ্জামান চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএ-২০