বড়লেখায় কর্মহীন নেতা-কর্মীদের মধ্যে যুবদল নেতার আর্থিক সহায়তা

বড়লেখা প্রতিনিধি


মে ০১, ২০২০
০৬:৪৩ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২০
০৬:৪৩ পূর্বাহ্ন



বড়লেখায় কর্মহীন নেতা-কর্মীদের মধ্যে যুবদল নেতার আর্থিক সহায়তা

মৌলভীবাজারের বড়লেখায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সহসাধারণ সাধারণ ও বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এসএম শরীফুল ইসলাম বাবলু। 

তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২০০ জন নেতাকর্মীর মধ্যে নগদ দুই লাখ টাকা বিতরণ করেছেন। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তিনি নিজবাহাদুর ইউপির ২০ জন নেতাকর্মীর মধ্যে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এর আগে ৯টি ইউনিয়নের ১৮০ জন নেতা নেতাকর্মীর মধ্যে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।  

মৌলভীজার জেলা যুবদলের সহসাধারণ সাধারণ এসএম শরীফুল ইসলাম বাবলু বলেন, করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ রয়েছে। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসব কথা চিন্তা করে আমার ব্যক্তিগত উদ্যোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২০০জন নেতাকর্মীর মধ্যে ২ লাখ টাকা বিতরণ করেছি। ধারাবাহিকভাবে এর আগে ১৫০ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছি।   

এজেএল/বিএ-১৫