কমলগঞ্জে চা বাগান শ্রমিক সন্তানের আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি


মে ০১, ২০২০
০৫:৪৪ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২০
০৫:৪৪ পূর্বাহ্ন



কমলগঞ্জে চা বাগান শ্রমিক সন্তানের আত্মহত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা বাগানের এক চা শ্রমিক সন্তান গাছের সঙ্গে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। 

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নুরজাহান চা বাগানের ১৪ নম্বর প্লান্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।  

কমলগঞ্জ থানা ও নুরজাহান চা বাগান সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী বিষ্ণু দাশ (২৫) নুরজাহান চা বাগানের চা শ্রমিক চন্দন দাশের ছেলে। তার বাবা চন্দন দাশ নুরজাহান চা বাগানের নিবন্ধিত চা শ্রমিক হলেও বিষ্ণু দাশ পার্শ্ববর্তী খাসিয়া পুঞ্জিতে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতো। বুধবার সন্ধ্যার পর চা শ্রমিকরা ১৪ নম্বর প্লানেন্টশন এলাকার একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে। বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করলে রাতেই পুলিশ গাছ থেকে লাশটি নামিয়ে সুরতহাল তৈরী করে থানায় নিয়ে আসে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

নুরজাহান চা বাগানের ব্যবস্থাপক রুবিন জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষ্ণু দাশের বাবা চন্দন দাশ এ চা বাগানের নিবন্ধিত চা শ্রমিক।  বিষ্ণু দাশ পার্শবর্তী একটি খাসিয়া পুঞ্জিতে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতো। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কোন কারণ তার পরিবার বলতে পারছে না।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান নুরজাহান চা বাগানে এক যুবকের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কোন কারন জানা যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। আর ময়না তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এসডি/বিএ-১০