কুলাউড়ার সাংবাদিকদের জন্য পুলিশ সুপারের উপহার

মৌলভীবাজার প্রতিনিধি


মে ০১, ২০২০
০৩:২৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২০
০৪:২১ পূর্বাহ্ন



কুলাউড়ার সাংবাদিকদের জন্য পুলিশ সুপারের উপহার

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে কার্যত লকডাউন চলছে। দেশে বর্তমানে একে একে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, পুলিশ, র‌্যাব, সাংবাদিকরা। ইতোমধ্যে চিকিৎসকের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে পুলিশ ও সাংবাদিকও মারা গেছেন।

এমন পরিস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম (বার)।

‘পুলিশ সাংবাদিক করোনা যুদ্ধে, সবাই আমরা এক কাতারে’- এই স্লোগানকে সামনে রেখে কুলাউড়ায় সাংবাদিকদের জন্য সুরক্ষাসামগ্রী ‘ফেইস শিল্ড’ উপহার অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীরের কাছে পৌঁছে দেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ২টার দিকে কুলাউড়া থানায় এই উপহারসামগ্রী সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান ও ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক মো. জীবন রহমান, সিলেটভিউ'র নিজস্ব প্রতিবেদক শাকির আহমদ, দৈনিক কালেরকণ্ঠ'র প্রতিনিধি মাহফুজ শাকিল, সাপ্তাহিক সীমান্তের ডাক'র স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল, আমার কুলাউড়া'র স্টাফ রিপোর্টার হিমেল রহমান প্রমুখ।

কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, দেশের এই ক্রান্তিকালে চিকিৎসক, পুলিশ এর পাশাপাশি সাংবাদিকরাও নানা ঝুঁকি নিয়ে সমাজের অসঙ্গতি তুলে ধরছেন। ইদানিং সাংবাদিকরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই সাংবাদিকদের সুরক্ষার কথা চিন্তা করে আমাদের এসপি স্যার কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের জন্য এই উপহার পৌঁছে দেন।

 

আরআর