নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২০
০৯:১৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৯:৩০ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বরুনা মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিত ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে নয়টায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নে মাওলানা সাদ আহমদ আমিন।
তিনি জানান, আজ রাত সাড়ে নয়টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। উনার বাড়ি মৌলভীবাজারের ঢেউপাশা গ্রামে।
তিনি দীর্ঘদিন সিলেটর কাজিরবাজার মাদরাসা, দারুস সালাম মাদরাসা, মৌলভীবাজারের জামিয়া দ্বীনিয়া মাদরাসায় দায়িত্ব পালন করেন। বর্তমানেমৌলভীবাজারের বরুনা মাদরাসায় শায়খুল হাদীস হিসেবে দায়িত্বে পালন করছিলেন।