লন্ডনে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের যুবকের মৃত্যু

যুক্তরাজ্য প্রতিনিধি


জানুয়ারি ২০, ২০২৬
১১:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২০, ২০২৬
১১:৪৮ পূর্বাহ্ন



লন্ডনে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের যুবকের মৃত্যু

উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যাওয়া সিলেটের তরুণ নাফিউল হক শাকিল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে গত বৃহস্পতিবার দুর্ঘটনায় আহত হওয়ার পর পাঁচ দিন চিকিৎসাধীন থেকে সোমবার রাতে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যপ্রবাসী হাফিজ সোহেল আহমেদ। তিনি জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান।

নিহত শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার ব্রাহ্মণ গ্রামের ব্যবসায়ী ফয়জুল করিমের ছেলে। তিনি প্রায় এক বছর আগে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যান এবং লন্ডনের সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছিলেন। পড়াশোনার পাশাপাশি কিছুদিন ধরে ফুড ডেলিভারির কাজ করতেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কমার্শিয়াল রোডে সাইকেল চালিয়ে ডেলিভারির কাজে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়ানো একটি কালো রঙের গাড়ির দরজা হঠাৎ খুলে দেওয়া হয়। এতে ধাক্কা লেগে শাকিল সড়কে পড়ে যান। ঠিক তখনই একটি লরি তার ওপর দিয়ে চলে যায়।

পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়।

স্বজন হাফিজ সোহেল আহমেদ জানান, শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

আরসি-০৩