শাকসু নির্বাচন স্থগিত, উত্তাল শাবিপ্রবি, সড়ক অবরোধ ও প্রশাসনিক ভবনে তালা

নাদির আহমেদ,শাবিপ্রবি


জানুয়ারি ১৯, ২০২৬
০৮:৩৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২৬
০৮:৩৭ অপরাহ্ন



শাকসু নির্বাচন স্থগিত, উত্তাল শাবিপ্রবি, সড়ক অবরোধ ও প্রশাসনিক ভবনে তালা


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। শাকসু নির্বাচন স্থগিত চেয়ে এক স্বতন্ত্র ভিপি প্রার্থীর করা রিট আবেদনের শুনানি শেষে সোমবার দুপুরে এ আদেশ দেওয়া হয়। সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শাবিপ্রবির প্রধান ফটকের সামনে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এ সময় বিভিন্ন ছাত্র সংগঠন ও প্যানেলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কর্মসূচিতে অংশ নেয় ছাত্রশিবির-সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল, ছাত্রদল-সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের একাংশ, ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা।

এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে এ আবেদন দাখিল করা হয়। আবেদনে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ে আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

পরে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। 

আন্দোলনের সময় শাকসু নির্বাচন নিয়ে রিট করা ভিপি পদপ্রার্থী মুমিনুর রশীদ শুভকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনকারীরা।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন ভবনের ভেতরে অবস্থানরত অবস্থায় অবরুদ্ধ হয়ে পড়েন।

অন্যদিকে বিএনপিপন্থী আটজন শিক্ষক নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন। তিনি এ সময় অন্যান্য শিক্ষকদেরও নির্বাচনসংক্রান্ত দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান।

অপরদিকে জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) সাস্ট চ্যাপটার এক সংবাদ সম্মেলনে শাকসু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।




এনএ-০১/এএফ-০২