সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৭, ২০২৫
০৫:১০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২৫
০৫:১৩ পূর্বাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাবের (এনইইউবিসি) পক্ষ থেকে এই তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
পূর্বের সংবাদ- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালিত |
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হারুনুর রশীদ এবং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
এ সময় বিভাগের সকল শিক্ষকবৃন্দ এবং বিজনেস ক্লাবের সহ-সভাপতি মো. তাওসিফ ইরাম-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ড. ইকবাল সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান এবং শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এএফ/০১