আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ১৬ দিন

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ৩০, ২০২৫
০৯:০১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩১, ২০২৫
১২:৫৭ পূর্বাহ্ন



আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ১৬ দিন


ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমার সময়সীমা আরও ১৬ দিন বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এনবিআরের কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এনবিআর দুই দফায় রিটার্ন জমার সময়সীমা বাড়িয়েছিল, যার সর্বশেষ বর্ধিত সময়সীমা ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

তবে এনবিআর সূত্র জানিয়েছিল, কর আইনজীবীদের আবেদন এবং রিটার্ন জমার গতি প্রত্যাশার চেয়ে কম হওয়ায় সময়সীমা আরেক দফা বাড়ানোর চিন্তা করা হচ্ছে।

এনবিআরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে জানিয়েছিলেন, ২০২৩-২৪ অর্থবছরে ব্যক্তি করদাতারা ৪০ লাখেরও বেশি কর রিটার্ন জমা দিয়েছেন।

'২৭ জানুয়ারি পর্যন্ত ৩৪ লাখেরও বেশি রিটার্ন ইতোমধ্যে জমা পড়েছে, এবং আমরা আশা করছি জুনের শেষ নাগাদ এই সংখ্যা ৫০ লাখে পৌঁছাবে,' বলেন তিনি।


এএফ/০৪