শ্রীমঙ্গলে ১ কোটি ৩৮ লাখ টাকার বিড়ি-সিগারেট ধ্বংস করল বিজিবি

গোলাম কিবরিয়া, শ্রীমঙ্গল


জানুয়ারি ২৩, ২০২৫
০৮:২৫ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২৫
০৮:২৬ অপরাহ্ন



শ্রীমঙ্গলে ১ কোটি ৩৮ লাখ টাকার বিড়ি-সিগারেট ধ্বংস করল বিজিবি


বিভিন্ন সময়ে অভিযানে জব্দ করা ১ কোটি ৩৮ লাখ টাকার বিড়ি-সিগারেট ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে পর্ষদের মাধ্যমে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত বছরের ২১ আগস্ট থেকে গত ৯ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ১ কোটি ৩৮ লাখ ৬১ হাজার  ৩৭০ টাকা মূল্যের ৬৮ লাখ ৪১ হাজার ৩৫টি নাসির বিড়ি এবং ২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৩ হাজার ৬০০ পিস সিগারেট রয়েছে। সব মিলিয়ে ১ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা মূল্যের বিড়ি-সিগারেট পুড়ানো হয়।  

এসময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল এ এস এম জাকারিয়া, পিবিজিএম, পিএসসি, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সদর দপ্তর), সিলেটের উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ,  মৌলভীবাজার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজারের পরিদর্শক মাহবুব আলম পাটোয়ারী। এছাড়াও মৌলভীবাজার পৌরসভা নির্বাহী কর্মকর্তা, শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদিকরা উপস্থিত ছিলেন। 



এএফ/০১