নবীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৪
০৭:৫৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২৪
০৮:০৪ অপরাহ্ন
নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে পুকড়া ও ফিলিং স্টেশনের মধ্যবর্তী সেতুর কাছে ট্রাক চাপায় আব্দুল কাদির (১৭) ওকাউছার আহমেদ (২০) নামে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আব্দুল কাদির নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং কাউছার একই গ্রামের আহমেদ আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, কাদির তার দু'সহযোগী একই গ্রামের কাউছার ও অপর একজনকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে পুকড়া ও ফিলিং স্টেশনের মধ্যবর্তী একটি সেতুর কাছে পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদির নিহত হন। মুমূর্ষু অবস্থায় কাউছার আহমেদকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার খবর নিহতের পরিবারসহ এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছতে পারেনি।
এএইচএম-০১/এএফ-০৬