কমলগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৪
১২:০৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২৪
০৭:০৫ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় খাদিজা বেগম (১৮) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেন।
আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বটেরতল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার দুপুরে সময় নিজ বসত ঘরে বিষপান করে গৃহবধু খাদিজা বেগম। বিষপানের কথা জানতে পেরে তার স্বামী শাহেদ মিয়া তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে খাদিজার মুত্যু হয়। নিহতের স্বামী শাহিদ মিয়া বলেন, তার স্ত্রী ঠিক কী কারণে বিষ পান করেছেন সেটা তিনি কোনোভাবেই বুঝতে পারছেন না।
কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধুর বিষপানে প্রাথমিক কোন ধারণা পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়।
এমটিএফ-০১/এএফ-১০