তাহিরপুরে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

তাহিরপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ১৩, ২০২৪
১১:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২৪
১১:২৪ অপরাহ্ন



তাহিরপুরে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন


সুনামগঞ্জের তাহিরপুরে মাসব্যাপী ধরে চলা শাকিল-রবিন শিমুলতলা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। 

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা ফুটবল মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে। টুর্নামেন্ট ১০টি দল অংশ নেয়। ফাইনালে শিমুলতলা রিমন কিংসকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে ফ্রেন্ডস ক্লাব।

পুরস্কার বিতরণী পর্বে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এখলাছুর রহমান এর সভাপতিত্বে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইসলাম, যুবদলের বড়দল উত্তর ইউনিয়ন সভাপতি আক্তার হোসেন, হাজী ইউনুছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, খাসতাল চরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিম হায়দার, বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজা মিয়া, নানু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, বড়দল উত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইউসুফ মিয়া, সাংগঠনিক সম্পাদক তুলা মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য আউয়াল মিয়া, বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব নুর প্রমূখ।


এএফ/০৯