সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২০, ২০২৪
১২:০৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২৪
১২:০৬ পূর্বাহ্ন
রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।
আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। ডিএমপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আছেন।
তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।
ডিএমপি সূত্র জানিয়েছে, আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।
তবে কোন মামলায় তাকে আটক দেখানো হবে, তা এখনো জানা যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামিসহ ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গত ১৫ আগস্ট এই মামলাটি দায়ের করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার।
এএফ/১২