সিলেট সময় টিভির দুই সাংবাদিক হামলার শিকার

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৮, ২০২৪
০১:৩৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২৪
০১:৩৯ পূর্বাহ্ন



সিলেট সময় টিভির দুই সাংবাদিক হামলার শিকার


সিলেটে পেশাগত কাজে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারী টেলিভিশন সময় টিভি’র প্রতিবেদক অপু বণিক ও ভিডিও জার্নালিস্ট নওশাদ আহমেদ চৌধুরী।

আজ শনিবার (১৭ আগস্ট) বিকেলে নগরের চোহাট্টা পয়েন্টে তারা হামলার শিকার হন তারা। তখন সেখানে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে জমায়েত হয়েছিলেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন হামলার শিকার হওয়া নওশাদ আহমেদ চৌধুরী।

হামলার শিকার সাংবাদিক নওশাদ আহমেদ চৌধুরী বলেন, আমরা আমাদের পেশাগত কাজে চৌহাট্টা গিয়েছিলাম। সেখানে যেতেই মোটরসাইকেল ঘিরে দাঁড়ায় একদল ছেলে। মোটরসাইকেল ঘুরিয়ে চলে যেতে বলে। তৎক্ষণাৎ ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। 

হামলার শিখার অপু বণিক বলেন, বিকেলে সাড়ে চারটার দিকে চৌহাট্টা পয়েন্টে সংবাদ সংগ্রহে যাই আমরা। এসময় আমার সঙ্গে ছিলেন সময় টেলিভিশন সিলেট অফিসের প্রতিবেদক অপু বণিক। আমাদের দেখে ছাত্ররা হামলা করে। প্রচন্ড কিল-ঘুষি, লাথি মেরেছে ছাত্ররা। কোনোরকম জীবন বাঁচিয়ে সেখান থেকে সরে এসেছি।’


এএফ/০৯