প্রাথমিক বিদ্যালয় আজ থেকে পুরোদমে চলবে

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৪, ২০২৪
০৭:৫৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২৪
০৭:৫৯ পূর্বাহ্ন



প্রাথমিক বিদ্যালয় আজ থেকে পুরোদমে চলবে


প্রাথমিক বিদ্যালয়গুলো আজ বুধবার থেকে পুরোদমে চলবে বলে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাশ স্বাক্ষরিত একটি চিঠিতে দেশের সব জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পুরোদমে শিক্ষা কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

কোটা সংস্কার ঘিরে গড়ে ওঠা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।

কিন্তু নিরাপত্তা বিবেচনায় অনেক শিক্ষার্থী এখনো স্কুলে যাচ্ছে না। আবার স্কুলগুলোতে সব শিক্ষার্থী না আসায় সব ক্লাসও হচ্ছে না।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকার্যক্রম পুরোদমে চালু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্ট জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো।


এএফ/০৫