সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৮, ২০২৪
০১:০৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২৪
০২:২০ পূর্বাহ্ন
গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিতে তিন জঙ্গিসহ ছয় বন্দি নিহত হয়েছেন। নিহতের মধ্যে দুই জন সিলেটের। এ সময় কারাগার থেকে পালিয়ে গেছে ২০৯ বন্দি। নিহতদের মধ্যে তিন জঙ্গি হলি আর্টিজেন হত্যাকাণ্ড মামলার দণ্ডপ্রপ্ত জঙ্গি ছিলেন। অন্য তিনজনের একজন হত্যা এবং অন্য দুজন ছিনতাই মামলার আসামি ছিলেন।
মঙ্গলবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার বন্দিদের বিদ্রোহের সময় ওই গুলির ঘটনা ঘটেছিল। ওই কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-সিলেটর মৌলভীবাজারে কমলগঞ্জ থানার রামেশ্বরপুর এলাকার মকবুল মিয়ার ছেলে ইমতিয়াজ পাভেল (২৭), নরসিংদীর রায়পুরা থানার নলভাটা গ্রামের জাকির হোসেনের ছেলে মো. জিন্নাহ (২৯), নওগাঁর আব্দুস সালাম সরদারের ছেলে আসলাম হোসেন (২৭), রইজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬৩), টঙ্গাইলের নাগরপুর থানার কানুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে স্বপন শেখ ওরফে কালু (৪৫) ও মৃত রাম হরিজনের ছেলে রাধে শ্যাম হরিজজন জমাদ্দার (৬৭)।
এদের মধ্যে নরসিংদীর রায়পুরা থানার নলভাটা গ্রামের জাকির হোসেনের ছেলে মো. জিন্নাহ (২৯), নওগাঁর আব্দুস সালাম সরদারের ছেলে আসলাম হোসেন মোহন (২৭), ও জয়পুরহাটের আক্কেলপুর থানার সোনারপাড়া গ্রামের রইস উদ্দিনের আফজাল হোসেন (২৮) ঢাকা হোটেল হলি আর্টিজেন হত্যা মামরার দণ্ডপ্রাপ্ত। এদের মধ্যে আফজাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
কারাগারের একটি সূত্র জানায়, মঙ্গলবার সকালে নানা অনিয়ম ও বন্দিদের মারধরের অভিযোগ তুলে এবং মুক্তির দাবিতে গত মঙ্গলবার সকালে বন্দিরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কারারক্ষীদের জিম্মি করে বন্দিরা।
কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। বন্দিরা কারগার থেকে বের হয়ে যেতে চাইলে গুলি ছোড়েন কারারক্ষীরা। বুধবার ভোর পৌনে ৪টার দিকে ওই কারাগার থেকে ছয়টি লাশ গাজীপুর মর্গে আনা হয়।
কারাগারে বন্দি নিহতের খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ভিড় করেন। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
নিহত বন্দি ইমতিয়াজের ভাই সোহেল আহমেদ বলেন, ‘আমার ভাই আড়াই বছর ধরে কারাগারে বন্দি ছিল। সকালে খবর পাই কারাগারে সে গুলিতে মারা গেছে।’
জেল সুপার বালা বলেন, দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় গুলিতে ছয় বন্দি নিহত হয়েছে। ২০৯ বন্দি পালিয়ে গেছে। তাদের লাশ রাত ৩টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, রাত ৩টা ৪০ মিনিটে কারাগার থেকে ছয়টি লাশ হাসপাতালে আনা হয়েছে। পুলিশ না থাকায় সুরতহাল না করায় লাশগুলো দীর্ঘ সময় পড়ে ছিল। দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয় থেকে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসে লাশের সুরতহাল করেন। কিন্তু পরে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সন্ধ্যার দিকে পাঁচজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাধে শ্যাম হরিজজন জমাদ্দার স্বজনদের কেউ না আসায় তার লাশ মর্গে রয়েছে।
এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। কারাগারে কী ঘটেছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
একাধিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় কারাগারের বাইরে থাকা বন্দিদের স্বজনরা গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা স্বজনরাও বিক্ষোভ করেন। আলোচিত শিশু ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানীও বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য দেন। দুর্ধর্ষ জঙ্গি ও আসামিদের এ কারাগারে রাখা হয়। কারাগারটিতে জঙ্গিসহ প্রায় এক হাজার ২০০ বন্দি রয়েছে। তার মধ্যে আট শতাধিক ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দি।
এএফ/১৮