সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৭, ২০২৪
০৮:৩৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২৪
০৮:৩৮ অপরাহ্ন
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন।
ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, ড. ইউনূসকে বহনকারী উড়োজাহাজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে।
ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ড. ইউনূসের একটি মাইনর অপারেশন হয়েছে। বুধবারই দেশের উদ্দেশ্যে রওনা হবেন। আজ রাতে অথবা কাল সকালের মধ্যে উনি দেশে পৌঁছাবেন। এর মধ্যে আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে। ২৪ ঘণ্টা বা তার কিছু বেশি সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ সেটা হয়তো আমরা করে ফেলতে পারবো।
এএফ/১৩