‘শাবি কোটা আন্দোলনে সমন্বয়ক দাবি করে পদত্যাগ করা নূর বায়জিদ কমিটিতেই ছিলেন না!’

শাবিপ্রবি প্রতিনিধি


জুলাই ১৬, ২০২৪
০৫:৩৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২৪
০৫:৩৭ অপরাহ্ন



‘শাবি কোটা আন্দোলনে সমন্বয়ক দাবি করে পদত্যাগ করা নূর বায়জিদ কমিটিতেই ছিলেন না!’


নিজেকে ‘কোটা আন্দোলন’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমিটির সহ সমন্বয়ক দাবি করা এবং পরবর্তীসময়ে পদত্যাগ করা ছাত্রলীগ কর্মী নূর মুহাম্মদ বাইজিদ কখনো কমিটিতেই ছিলেন না বলে জানিয়েছেন শাবিপ্রবির কোটা আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার (১৬জুলাই) সকালে আন্দোলনকারীদের সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে একটি পোস্টে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘শাবিপ্রবিতে যে কমিটি থেকে পদত্যাগের কথা বলছে সে আমাদের কমিটিতেই ছিল না। সে দাবি করছে সহ-সমন্বয়ক ছিল। খোঁজ নিয়ে দেখলাম সাস্টেও সেখানকার সমন্বয়ক টিমে ছিল না।’

এ বিষয়ে কোটা আন্দোলন শাবিপ্রবির সমন্বয় আসাদুল্লাহ গালিব বলেন, ‘নূর মো. বাইজিদ নামে শাবিপ্রবির একজন শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমি পরিষ্কার করে বলতে চাই নূর মো. বাইজিদ কেন্দ্রীয় কমিটির কোনো ধরনের সহ সমন্বয়ক কিংবা সাস্টের কোনো সমন্বয়কের দায়িত্বে ছিল না।’

তিনি আরও বলেন, ‘আপনারা সকলে জানেন সারাদেশে আন্দোলন পরিচালনার স্বার্থে সারাদেশের ৬৫ জন সদস্য নিয়ে একটি টিম তৈরি করা হয়েছিল। সেখানে নূর মো বাইজিদ নামে কেউ নেই, আপনারা চাইলে সেই তালিকা দেখতে পারেন।’ 

তিনি বলেন, ‘শাবিপ্রবিতেও আমরা কোনো কমিটি এখন পর্যন্ত করিনি বিধায় শাবিপ্রবিতে তার মতো উশৃঙ্খল সমন্বয়ক হওয়ার প্রশ্নই উঠে না। তবে সে শাবিপ্রবির একজন শিক্ষার্থী, সে একজন ছাত্রলীগ কর্মী, সে শুরু থেকে আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল, নেতৃত্ব নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতান্ডায় জড়িয়েছে একাধিকবার। তার বিরুদ্ধে অনলাইনে মেয়েদের উত্যক্ত করার একাধিক অভিযোগ আমাদের হাতে এসে পৌছেছে।’ 

বাইজিদের আনীত সব অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘আমরা মনে করি ছাত্রলীগের প্ররোচনায় শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে সে এই  মিথ্যাচারে লিপ্ত। আমরা মনে করছি, আন্দোলনে কিছুদিন তার অংশগ্রহণের উদ্দেশ্যই ছিল আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা।’


এনএআই-০১/এএফ-০১