জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩১৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২

জৈন্তাপুর প্রতিনিধি


জুলাই ১৪, ২০২৪
০৭:০৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২৪
০৭:১১ পূর্বাহ্ন



জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩১৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২


সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ২৫ লাখ টাকা মূল্যের ৩১৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের চান্দঘাট গ্রামে এ অভিযান চালানো হয়। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে জৈন্দাপুর থানা পুলিশ উপজেলার ফতেহপুর ইউনিয়নের চান্দঘাট গ্রামের ইট সলিং রাস্তার উপর গাড়ি তল্লাশী করে ৩১৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা। এসময় ২ জনকে আটক করে।

আটককৃতরা হলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ভূলুয়াপাড়ার আমির হোসেনের ছেলে মো. খোকন মিয়া (৪৭), পটুয়াখালী জেলার গলাচিপা থানার তাপাল বাড়িয়া গ্রামের সামছুল হকের ছেলে মো. আলীম (৪৫)।

এসময় জৈন্তাপুর চোরাকারবারী দলের সদস্য ও উপজেলার হরিপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে কামরুল ইসলাম (৪৭) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩১৫ বস্তা চিনি সহ দুইজনকে আটক করা হয়। পলাতক আসামী সহ আটককৃত বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’


আরকেএস-০১/এএফ-০২