নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৪
০৩:২৫ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২৪
০৩:২৫ অপরাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটবাসী।
আজ ১১ জ্যৈষ্ঠ শনিবার ছিল কবির ১২৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রতি েবছরের মতো এবারও জন্মদিন পালন করে সিলেট নজরুল পরিষদ।
নগরের রিকাবীবাজারে মুক্তমঞ্চে জন্মবার্ষিকী উপলক্ষে কবির প্রতিকৃতিতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করেছে।
![]()
সকাল নয়টায় রিকাবীবাজারের মুক্তমঞ্চে কবির প্রতিকৃতিতে শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট নজরুল পরিষদ।
তারপর একে-একে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সাংস্কৃতিক জোট সিলেট, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট জেলা প্রেস ক্লাব, মুক্তিযুদ্ধ অনুশীলন, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেট, ললিতকলা একাডেমী সিলেট, দ্বৈতস্বর সিলেট, শ্রুতি সিলেট, বাংলাদেশ আবৃত্তিসংসদ সিলেট, গীতবিতান বাংলাদেশ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিলেট, কথাকলি সিলেট, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ এবং আনন্দলোক সিলেট।
শ্রদ্ধা নিবেদন শেষে সিলেট নজরুল পরিষদ এর আহবায়ক আমীরুল ইসলাম চৌধুরী বাবু উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, ‘এখানে যারা এসেছেন তারা তাদের দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা থেকে এসেছেন। এই দায়বদ্ধতা যদি থাকে তাহলে নজরুল চর্চা আরও সমৃদ্ধ হবে। প্রগতির পথে যাবে।
এএফ/০১