আগুনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কাগজপত্র পুড়লেও ভল্ট নিরাপদ

সিলেট মিরর ডেস্ক


মে ১৮, ২০২৪
০৬:৩৫ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২৪
০৯:৩৫ অপরাহ্ন



আগুনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কাগজপত্র পুড়লেও ভল্ট নিরাপদ

আগুনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কাগজপত্র পুড়লেও ভল্ট নিরাপদ


রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ব্যাংকের কিছু কাজপত্র পুড়ে গেলেও নিরাপদ আছে ভল্ট।

এর আগে শনিবার (১৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ধোলাইখালে চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে অংশ নেয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, ধোলাইখালে চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে সূত্রাপুর ও সিদ্দিকবাজার থেকে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

জানতে চাইলে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী জানান, ব্যাংকে আগুন লাগলেও ভল্টে আগুন লাগেনি। পুলিশসহ ব্যাংকের ম্যানেজার প্রবেশ করে এটি নিশ্চিত করেছেন। তবে আগুনের ঘটনায় কিছু কাগজপত্র পুড়ে গেছে। যদিও এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ।

জিসি / ০৪