৪২ জেলায় বইছে তাপপ্রবাহ, বিস্তার লাভ করতে পারে

সিলেট মিরর ডেস্ক


মে ১৫, ২০২৪
০৬:৪৫ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২৪
১০:৩৬ অপরাহ্ন



৪২ জেলায় বইছে তাপপ্রবাহ, বিস্তার লাভ করতে পারে

৪২ জেলায় বইছে তাপপ্রবাহ, বিস্তার লাভ করতে পারে


দেশের ৪২টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবাহওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, সারা দেশে আজ ও পরবর্তী দুই দিন রাত এবং দিনের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া এই সময়ে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

আজ বুধবার (১৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহীর ৮টি জেলা, রংপুরের ৮টি জেলা, খুলনার ১০টি জেলা ও সিলেটের ৪টি জেলা এবং টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, ভোলা এবং পটুয়াখালী জেলাসহ মোট ৪২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে রাজারহাটে ৩৭.৮, ঈশ্বরদীতে ৩৭.৬, রাঙ্গামাটিতে ৩৭.৫, রাজশাহীতে ৩৭.৪, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালী ও ডিমলায় ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তাপপ্রবাহের পাশাপাশি সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বগুড়ায় ১৬ মিলিমিটার। এছাড়া নেত্রকোনায় ৯, তেঁতুলিয়ায় ২, মোংলায় ১ মিলিমিটার এবং ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

জিসি / ০৪