কমলগঞ্জ প্রতিনিধি
মে ১৩, ২০২৪
০৩:১০ অপরাহ্ন
আপডেট : মে ১৪, ২০২৪
১২:৪৪ অপরাহ্ন
উপজেলা পরিষদের তৃতীয় ধাপে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ৩ পদে ১০ প্রার্থী তাদের প্রতীক বুঝে নেন।
আজ সোমবার (১৩ মে) সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াইয়ে থাকা ২ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা শাহীনা আক্তার।
জানা গেছে, প্রতীক বরাদ্দের শুরুতেই চেয়ারম্যান পদের ২ হেভিওয়েট প্রার্থী অধ্যাপক রফিকুর রহমান ও ইমতিয়াজ আহমেদ বুলবুল একই প্রতীক আনারস চাওয়ায় তাদের সমঝোতার আহবান জানান রিটার্নিং কর্মকর্তা। কিন্তু কেউই ছাড় দিতে রাজি না হওয়ায় লটারিতে আনারস প্রতীক বরাদ্দ পান বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। পরে সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে মোটরসাইকেল পছন্দ করে বরাদ্দ পান আরেক হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল। চেয়ারম্যান পদে আরেক প্রার্থী গীতা রানী কানু চাহিত ঘোড়া প্রতীক বরাদ্দ পান।
ভাইস চেয়ারম্যান: ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন- মো. আলমগীর চৌধুরী (চশমা), মো. সিদ্দেক আলী (তালা), মো. আব্দুল ওহাব (বৈদ্যুতিক বাল্ব), নিরঞ্জন দেব (মাইক), সুনীল কুমার মৃধা (টিউবওয়েল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান: মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম পদ্মফুল এবং মুন্না দেব রায় ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আগামী ২৯ মে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
টিএইচ-০১/এএফ-০১