কুলাউড়ায় চেয়ারম্যান নির্বাচিত হলেন ফজলুল হক

কুলাউড়া প্রতিনিধি


মে ০৯, ২০২৪
১২:৫১ পূর্বাহ্ন


আপডেট : মে ০৯, ২০২৪
০১:৪৬ অপরাহ্ন



কুলাউড়ায় চেয়ারম্যান নির্বাচিত হলেন ফজলুল হক
ভাইস চেয়ারম্যান রাজ কুমার ও মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম


উপজেলার পরিষদের প্রথম ধাপের নির্বাচনের মৌলভীবাজারের ‍কুলাউড়ার উপজেলা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফজলুল হক খান। উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রাজ কুমার কালোয়ার রাজু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বুধবার (৮ মে) ভোট গণনা শেষে রাতে ঘোষিত ফলাফলে তারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ফলাফলে দেখা গেছে, ৩৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে মো. ফজলুল হক খান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ কামরুল ইসলাম পান ৩৩ হাজার ৮৫২ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে আনারস প্রতীকে রফিকুল ইসলাম রেনু ১৭ হাজার ২৯৮ ভোট এবং মোটরসাইকেল প্রতীকে কামাল হাসান ৫ হাজার ৫৮৪ ভোট পান।


ভাইস চেয়ারম্যান

কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩১ হাজার ৩৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের রাজ কুমার কালোয়ার (রাজু)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের মো. মইনুল ইসলাম পেয়েছেন ৩০ হাজার ৪৮৪ ভোট। এছাড়া বই প্রতীকে মো. আফজাল হোসেন ১৬ হাজার ৯৯০ ভোট, তালা প্রতীকে মো. সাইফুল ইসলাম কুতুব ১৪ হাজার ৭৭৭ ভোট এবং টিয়া পাখি প্রতীকে পুরন উড়াং ৫৬১ ভোট পান।


মহিলা ভাইস চেয়ারম্যান

কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৭১ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নেহার বেগম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাস প্রতীকের প্রার্থী ফাতেমা ফেরদৌস চৌধুরী পেয়েছেন ২১ হাজার ৬১৬ ভোট।



জেএইচজেড-০১/এএফ-০২