সিলেট বিএনপি নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল চিফের বৈঠক

সিলেট মিরর ডেস্ক


মে ০৯, ২০২৪
১২:১২ পূর্বাহ্ন


আপডেট : মে ০৯, ২০২৪
০৩:৫০ পূর্বাহ্ন



সিলেট বিএনপি নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল চিফের বৈঠক


সিলেটে বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ইউনিটের প্রধান শ্যারিন সি. ফিৎজেরাল্ড। 

বুধবার (৮ মে) দুপুরে সিলেট নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে সৌহার্য্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের মধ্যে সাক্ষাৎ হয়। 

বিএনপি নেতাদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা আরিফুল হক চৌধুরী, দলের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী এবং জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

ঢাকার বাইরে শ্যারিন সি. ফিৎজেরাল্ডের এটাই প্রথম সফর। 

এসময় নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বিশেষ করে তারা সিলেটের রাজনৈতিক পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে জানতে চান শ্যারিন সি. ফিৎজেরাল্ড। চলমান উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও তিনি কথা বলেন ৈএবং নির্বাচনে কোনো সমস্যা হচ্ছে কি-না জানতে চান।

এসময় বিএনপি নেতৃবৃন্দ, সিলেটের পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে তারা তাঁকে অবহিত করেন বলে জানা গেছে।



এএফ/০১