আবারও গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হলেন এলিম

নিজস্ব প্রতিবেদক


মে ০৮, ২০২৪
০৮:৪৪ অপরাহ্ন


আপডেট : মে ০৮, ২০২৪
১১:০৭ অপরাহ্ন



আবারও গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হলেন এলিম


উপজেলার পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের গোলাপগঞ্জে বেসরকারিভাবে ফের উপজেলা চেয়ারম্যান নির্বাাচিত হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম । 

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিষয়টি জানা গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় উপজেলার ৯০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে দোয়াত-কমল প্রতীকের প্রার্থী মঞ্জুর কাদির শাফি পেয়েছেন ৩৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আবু সুফিয়ান উজ্জ্বল পেয়েছেন ২৯ হাজার ১৭ ভোট। ২১ হাজার ৬৩০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। 

দোয়াত-কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এলিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল। তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

প্রথম ধাপের নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম (দোয়াত-কলম) ছাড়াও বাকি দুই প্রার্থী হলেন ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল (আনারস) ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া)।  


ভাইস চেয়ারম্যান হলেন নাবেদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২১ হাজার ৬৩০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী মো. নাবেদ হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লবিবুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫২০ ভোট। এছাড়াও টিয়া পাখি প্রতীকে আবু সুফিয়ান আজম ১৫ হাজার ৭৮৮ ভোট, তালা প্রতীকে ফরহাদ আহমদ ১৫ হাজার ১৩ ভোট এবং বই প্রতীকে আকমল হোসেন পান ৯হাজার ৫৩৯ ভোট। 


মহিলা ভাইস চেয়ারম্যান প্রাথী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৪৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী সেলিনা আক্তার শিলা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলম প্রতীকের নার্গিস পারভিন পান ৩১ হাজার ৯৫৭ ভোট। 



এএফ/১০