সিলেট বিভাগের ১১ উপজেলায় ভোটের দিন আজ

নিজস্ব প্রতিবেদক


মে ০৮, ২০২৪
০২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২৪
০২:৩৬ পূর্বাহ্ন



সিলেট বিভাগের ১১ উপজেলায় ভোটের দিন আজ


সিলেট বিভাগের ১১টি উপজেলা পরিষদে নির্বাচন আজ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচনে বিভাগের ১১ উপজেলার মানুষ আজ তাদের নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন। 

আজ বুধবার (৮ মে) সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে।

উপজেলাগুলো হচ্ছে সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় আজ ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হবে, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

সিলেটের চারটি উপজেলায় মোট ভোটার সংখ্যা আট লাখ ১৪ হাজার ৫২ এবং ভোটকেন্দ্র ৩০২টি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল বেলা ১১টা ভোট কেন্দ্রগুলোতে ইভিএম, ব্যালট পেপার ও বাক্সসহ নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো শুরু হয়। সন্ধ্যার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে পৌঁছে যায় এসব সরঞ্জাম।


এএফ/০১