সিলেটের আদালতে নারী পুলিশ-আইনজীবী মারামারি,

নিজস্ব প্রতিবেদক


মে ০২, ২০২৪
০৮:৪৫ অপরাহ্ন


আপডেট : মে ০২, ২০২৪
০৮:৪৫ অপরাহ্ন



সিলেটের আদালতে নারী পুলিশ-আইনজীবী মারামারি,
দুই পক্ষের সমঝোতায় সমাধান


সিলেটের আদালতপাড়ায় নারী পুলিশ ও নারী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শাহপরান (র.) থানা জিআরও কক্ষের ভেতর এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

পরে আইনজীবী নেতৃবৃন্দর সঙ্গে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে বিষয়টি সমাধান করা হয়েছে।

বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম এহিয়া চৌধুরী সুহেল। তিনি বলেন, ‘তুচ্ছ ঘটনা থেকে এই অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে উভয় পক্ষ বসে এটি সমাধান করা হয়েছে।’

জানা গেছে, শাহপরান (র.) থানা জিআরও এর দায়িত্বরত এসআই শামীমা বেগমের কাছে একটি মামলার নথি দেখতে যান কাজি সেবা বেগম নামে এক আইনজীবী। মামলার নথি দেখা নিয়ে কনস্টেবল বিউটি পুরকায়স্থের মধ্যে বাগবিতণ্ডা ও পরে ধস্তাধস্তি হয়। নারী আইনজীবী কক্ষ থেকে বের হওয়ার পর মহানগর দায়রা জজ আদালত ভবনের সামনে তাকে ঘিরে ধরেন দুই নারী কনস্টেবল। খবর পেয়ে আইনজীবীরা তার পক্ষে অবস্থান নিলে পুলিশ ও আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানিয়েছেন, একজন নারী আইনজীবী শাহপরান থানা জিআরও কার্যালয়ে গিয়ে এক নারী কনস্টেবলের ওপর হামলা করেন। পরে আইনজীবীরা দল বেধে হামলাও করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হন। আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। 



এএফ/১৩