সিলেটে মসজিদের মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ, পাশে চিরকুট

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ৩০, ২০২৪
০২:২৩ অপরাহ্ন


আপডেট : মে ০১, ২০২৪
০২:৩২ অপরাহ্ন



সিলেটে মসজিদের মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ, পাশে চিরকুট


সিলেটের শাহপরাণ এলাকায় মো. দেলওয়ার হোসাইন দিলাল (১৯) নামে মসজিদের এক মুয়াজ্জিন ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার লাশের পাশে একটি চিরকুটও পাওয়া গেছে।

দিলাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে। তিনি শাহপরাণ থানাধীন শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদে আজান না হওয়ায় মুসল্লিরা  গিয়ে মুয়াজ্জিনের থাকার কক্ষে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মুয়াজ্জিন দিলালের ঝুলন্ত লাশ উদ্ধার করে। দিলালকে তাঁর শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা -‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ 

 পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। তিনি বলেন, ‘কী কারণে এই মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তিনি একটি কাগজে লিখে রেখে গেছেন- তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। 


এএফ/০৪