এসএসসির ফল প্রকাশের তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি সঠিক নয়

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৮, ২০২৪
০৮:৪৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২৪
০৮:৪৬ অপরাহ্ন



এসএসসির ফল প্রকাশের তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি সঠিক নয়

এসএসসির ফল প্রকাশের তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি সঠিক নয়


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যু করা নয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কাজ সম্পন্ন হলে ফল প্রকাশের তারিখ ও সময় সংবলিত পত্র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জিসি / ০৪