সংসদ নির্বাচনের মতই উপজেলায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: ইসি আনিছুর

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৭, ২০২৪
০৭:৫০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২৪
০২:৪২ পূর্বাহ্ন



সংসদ নির্বাচনের মতই উপজেলায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: ইসি আনিছুর


নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের মত উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’ বিএনপি ও জামায়াতের নির্বাচন বয়কট প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটাররা যদি বর্জন না করেন তাহলে এর কোনো ইমপেক্ট নেই।’

আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে সিলেট নগরের বালুচর এলাকায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আনিছুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাচনে যারা দায়িত্ব পালন করছেন তারাই গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আয়োজন করেছেন। যারা ওই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা একই উৎসাহ উদ্দিপনায় এ দায়িত্ব পালন করবেন।’

বিএনপির নির্বাচন বর্জনের বিষয়ে তিনি বলেন, ‘তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে বর্জন করার। জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমনটি দেখা গেছে। ভোটাররা যদি বর্জন না করেন তাহলে এর কোনো ইমপেক্ট নেই। স্থানীয় সরকার নির্বাচনে ভোটাররা উৎসাহ নিয়ে ভোটে অংশগ্রহণ করবে এটাই আমরা আশাবাদি।’

নির্বাচন কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। কোনো হুমকির বিষয়ে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্য নেই। পুলিশের হেডকোয়ার্টার থেকে নিরাপত্তার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গোয়েন্দা তৎপরতাও রয়েছে।’

উৎসবমুখর নির্বাচনের ক্ষেত্রে তীব্র দাবদাহের জন্য নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে বলেও এসময় তিনি মন্তব্য করে। যদিও তিনি জাতীয় নির্বাচন থেকে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাপ্রকাশ করেন। 

এর আগে সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সিলেট শেখ রাসেল হাসান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশীদ, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী, আনসার ও ভিডিপি সিলেটের উপপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান। 

সভায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এএফ/০৫