সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৪
০৭:০১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২৪
০৭:০১ অপরাহ্ন
শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর শ্যামবাজার ঘাটে জেটিতে থাকা একটি লঞ্চে আগুন লেগেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে সদরঘাট ফায়ার স্টেশন ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, লঞ্চের নাম এমভি বাঙালি। ঘাটে থেমে থাকা অবস্থায় লঞ্চটির তিনতলায় আগুন লাগে।
তিনি আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলেও জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।
জিসি / ০৭