কমলগঞ্জ পৌরসভায় ইমাম মুয়াজ্জিনদের উৎসব ভাতা প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৮, ২০২৪
০৪:৫৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২৪
০৪:৫৪ অপরাহ্ন



কমলগঞ্জ পৌরসভায় ইমাম মুয়াজ্জিনদের উৎসব ভাতা প্রদান


মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও ইমাম মুয়াজ্জিনদের উৎসব ভাতা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৮ এপ্রিল) বেলা তিনটায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে পৌর এলাকার ৪৪টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মাঝে এই উৎসব ভাতা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসন থেকে ৭ বারের নির্বাচিত সাংসদ, কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম.পি। 

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও প্রজন্মলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।

উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বখতিয়ার খাঁন, রফিকুল ইসলাম রুয়েল,সাংবাদিক সাজিদুর রহমান সাজু, মোস্তাফিজুর রহমান, আলম আহমেদ, মো. তোফাজ্জল হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে কমলগঞ্জ পৌর এলাকার ৪৪টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নগদ অর্থ প্রদান করা হয়।



টিএইচ-০১/ এএফ-০২