সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৮, ২০২৪
০৬:১৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২৪
০৬:১৩ অপরাহ্ন
পানছড়ির ব্যাংক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশের কড়া নজরদারি
বান্দরবানে ব্যাংক ডাকাতি ও সশস্ত্র হামলার পর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ব্যাংক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা নিরাপত্তায় কাজ করছে পুলিশ।
এই উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক রয়েছে। অপরদিকে বেসরকারি ব্যাংক রয়েছে পূবালী, ইসলামী ও গ্রামীণ ব্যাংক।
প্রতিটি ব্যাংকে নিজস্ব নিরাপত্তাকর্মী থাকার কথা থাকলেও শুধুমাত্র পূবালী ব্যাংকেই রয়েছে একজন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী। তবে তার হাতে আধুনিক কোনো অস্ত্র নেই।
পানছড়ি সোনালী ব্যাংকের ম্যানেজার রুপায়ন চাকমা ও কৃষি ব্যাংক ম্যানেজার ফিরোজ-উজ-জামান জানান, তাদের নিজস্ব কোনো নিরাপত্তাকর্মী নাই। তবে আউট সোর্সিংয়ে লোক রয়েছে।
তারা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করলেও হাতে কোনো অস্ত্র থাকে না।
পূবালী ব্যাংক ম্যানেজার মো. আলাউদ্দিন জানান, প্রভাত চন্দ্র ত্রিপুরা নামের একজন নিজস্ব গানম্যান রয়েছে। তবে ইসলামী ব্যাংক ও গ্রামীণ ব্যাংকে কোনো নিরাপত্তাকর্মী নেই।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম জানান, অর্থলগ্নী প্রতিষ্ঠান ব্যাংক, এনজিও, জুয়েলারি, পল্লী সঞ্চয় ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তায় কাজ করছে পুলিশ।
পুলিশের মোবাইল টিমের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশের বিশেষ দৃষ্টি রয়েছে বলেও তিনি জানান।
জিসি / ০২