কমলগঞ্জে আগুন পুড়ে বসতঘর ছাই

কমলগঞ্জ সংবাদদাতা


মার্চ ১৬, ২০২৪
১০:১৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২৪
১০:২০ অপরাহ্ন



কমলগঞ্জে আগুন পুড়ে বসতঘর ছাই


মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার (১৬মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকার চা শ্রমিক আনু কূর্মীর বসতঘরে এ ঘটনা ঘটে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। 

স্থানীয়রা জানান, আনুমানিক সন্ধ্যা পৌনে সাতটার দিকে আনু কুর্মীর বসতঘরে আগুন লাগে। তাৎক্ষণিক বালতি, ডেগ, কলস দিয়ে পানি ও বালি ব্যবহার করে আগুন নেভাতে কাজ শুরু করেন। ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে বসতঘরের মাটির দেয়াল ছাড়া সমস্তকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে হাজির হলে স্থানীয় জনতা তাদের নিরুৎসাহিত করেন। 


আরও সংবাদ পড়ুন-

কাজ শেষে বাড়ি ফেরা হলো না চা শ্রমিক নারীর


ক্ষতিগ্রস্ত আনু কুর্মী জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে আমার ঘরে আগুন লাগে। ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ সব সবকিছু পুড়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য শিপন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় ঘরটিতে আগুন লাগার খবর পাওয়া মাত্র সেখানে গিয়ে দেখি আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মালামাল উদ্ধারে স্থানীয়রা চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে সমস্ত কিছু পুড়ে গেছে। ঘরটিতে প্রচুর মালামাল ছিল। যার পরিমান ৪-৫ লক্ষ টাকা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আহমেদ বলেন, আগুন লাগার ঘটনা শুনে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেই। সেখানে গিয়ে দেখি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। 



টিএইচ-০২/এএফ-১০