সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৪, ২০২৪
০৩:১০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২৪
০৮:৪৮ অপরাহ্ন
সদ্যবিদায়ি ফেব্রুয়ারি মাসে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বা ২.১৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় বর্তমানে এটি ২৩ হাজার ৮০০ কোটি টাকার সমপরিমাণ।
আজ রবিবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফেব্রুয়ারিতে আসা এ আয় গত ৮ মাসের মধ্যে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে গত জুনে রেমিট্যান্স এসেছিল ২২০ কোটি মার্কিন ডলার। জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার।
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বরে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে এবং ডিসেম্বরে এসেছিল রেমিট্যান্স ১৯৯ কোটি মার্কিন ডলার।
দীর্ঘদিন ধরেই বৈদেশিক মুদ্রার অভাবে আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন এ মুদ্রাটির সঙ্কট নিরসনে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করা হয়।
এএফ/০৩