সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৪
০৫:১৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২২, ২০২৪
১২:৫৪ পূর্বাহ্ন
আজ রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে শীর্ষ ৬ শহরই ভারত, পাকিস্তান ও বাংলাদেশের। আইকিউএয়ারের বাতাসের মানসূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) থেকে এ তথ্য পাওয়া গেছে। যেখানে প্রথম অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সকাল ১০টার দিকে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার স্কোর ২৯৩। এরপর রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২৫৬। ২০৪ স্কোর নিয়ে পাকিস্তানের আরেক শহর করাচি রয়েছে তৃতীয় অবস্থানে।
এরপর চারে আছে ভারতের আরেক শহর দিল্লি, ১৮৪। পাঁচে আছে পাকিস্তানের আরেকটি শহর- লাহোর, ১৮১ স্কোর নিয়ে। আর চয় নম্বর অবস্থানে ভারতের তৃতীয় শহর মুম্বাই, স্কোর ১৬৬।
উল্লেখ্য, বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আরসি-০১