সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৪
১০:০৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১০, ২০২৪
১০:০৪ অপরাহ্ন
দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন রিচার্জে সর্বনিম্ন সীমা ৩০ টাকা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কোম্পানিটির গ্রাহকেরা আগের মতো সর্বনিম্ন ২০ টাকাই রিচার্জ করতে পারবেন। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা এটা এখন বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বিটিআরসি এর সঙ্গে অলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।'
'এখানে উল্লেখ্য যে সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ ৩০ টাকা করার যে বিষয়টি আমরা বিবেচনা করেছিলাম, সেই ক্ষেত্রে গ্রাহক সুবিধার্থে বর্তমানে আমাদের আরও বিভিন্ন ধরনের যে রিচার্জ অপশনগুলো রয়েছে যেমন - ১৪ টাকা, ১৯ টাকা এবং ২৯ টাকা রিচার্জে মিনিট প্যাক, ২০ টাকার ব্যালান্স রিচার্জ কার্ড, ১৪ টাকা ও ১৯ টাকার মিনিট ও ডাটা কার্ড, ২৯ টাকার ডাটা কার্ড; সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ ৩০ টাকা হলেও, অন্যান্য এই অপশনগুলো গ্রাহকরা ব্যবহার করতে পারতেন।'
গতকাল মঙ্গলবার গ্রামীণফোন গ্রাহকদের কাছে একটি খুদেবার্তা পাঠায়। এতে বলা হয়, ১০ জানুয়ারি থেকে রিচার্জের সর্বনিম্ন পরিমাণ ৩০ টাকা হবে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিতর্ক শুরু হয়। আসে
ফেসবুক এক ব্যবহারকারী লেখেন, এক বারের বেশি রিচার্জ নয়। আসুন গ্রামীণফোন বয়কট করি। টেলিটক ব্যবহার করি, দেশের টাকা দেশে রাখি।
আরেক ব্যবহারকারী লেখেন, তাদের কাছে ৩০ টাকা সামান্য হলেও, এ দেশের হাজারো খেটে খাওয়া মানুষের কাছে ৩০ টাকা এক
বেলা খবারের বিল।
এএফ/০৬