আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৪, ২০২৪
০৬:৫০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২৪
০৬:১২ পূর্বাহ্ন



আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।-ফাইল ছবি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ জানুয়ারি) সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভাষণের তথ্য জনিয়েছিলেন সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওই সময় ওবায়দুল কাদের জানান, নির্বাচনে ১১ দেশের ৮০ পর্যবেক্ষক আসবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আগে থেকেই ঢাকায় আছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন বিদেশি সংবাদকর্মী এসেছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশকে ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে’ উত্তরণের প্রতিশ্রুতি দিয়ে ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন টানা ১৫ বছর ক্ষমতায় থাকা ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় ১৮ ডিসেম্বর। ওইদিন থেকেই প্রচারণায় নামেন প্রার্থীরা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এ প্রচারণা চালবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি (রোববার)।


এএফ/০৪