রিজভীকে খুঁজছে ডিবি

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ৩১, ২০২৩
০৯:৪৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩১, ২০২৩
০৯:৪৯ অপরাহ্ন



রিজভীকে খুঁজছে ডিবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। 

রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, ‘রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। উনি হুটহাট বের হয়ে প্রায়ই দেশবিরোধী কথা বলেন। এসব কথা রাষ্ট্রবিরোধী। তাকে খুঁজে পেলেই গ্রেপ্তার করা হবে।’

বিএনপির এই নেতাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা দেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন?’

 আরসি-০৫