সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৩
১১:২৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২৩
১১:৪৪ অপরাহ্ন
আকাশ পথে যাত্রী চাহিদা বিবেচনায় রুট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সম্প্রতি জাপানের নারিতা, চায়নার গুয়াংজুর ফ্লাইট চালুর পর এবার গন্তব্য ভারতের চেন্নাই।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) ঢাকা-চেন্নাই রুটে বিরতিহীন ফ্লাইট চালু হলো।
সপ্তাহে তিন দিন (শনিবার, সোমবার ও বৃহস্পতিবার) এই রুটে যাতাযাত করবে বোয়িং-সেভেন থ্রি সেভেন মডেলের উড়োজাহাজ।
আজ শনিবার ফ্লাইট বিজি ৩৬৩ দুপুর ১২টা ৫০ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ে। ফ্লাইটটি বিকেল সাড়ে ৪টা নাগাদ চেন্নাই পৌঁছানোর কথা রয়েছে। এরপর সোয়া ৪টায় উড়োজাহাজটি উড্ডয়ন করে সন্ধ্যা সাড়ে ৭টায় আবার ঢাকায় অবতরণ করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম জানান, যাত্রীদের চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।
চিকিৎসা ও ব্যবসা সংক্রান্ত কারণে ভারতের চেন্নাই বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে পারলে ব্যবসাসফল রুট হয়ে উঠতে পারে এটি- মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা এটিএম নজরুল ইসলাম।
এর আগে গত ২ সেপ্টেম্বর ১৭ বছর পর অবশেষে ২৪৩ জন যাত্রী নিয়ে জাপানে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এএফ/০৮