সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৩, ২০২৩
০৫:৪১ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২৩
১২:৫৪ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনি এক্সপার্ট টিমের বৈঠক শুরু হয়েছে।
আজ রবিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার পর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকটি শুরু করেন তারা।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান, বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধি দলের সদস্যরা হলেন—ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।
বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এর আগে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে ইসির সঙ্গে গত ২৯ নভেম্বর যৌথসভা করে ইইউ। বৈঠকে সংস্থাটির ১০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেই বারের বৈঠক শেষে তারা অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয় ইসিকে।
দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ হয়েছিল গত ৩০ নভেম্বর। সেখানে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৭১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আরসি-০৫